মহাকাশে সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর অংশ হিসেবে ‘ইউনাইটেড স্টেট স্পেস কমান্ড’নামে মহাকাশ বাহিনী গঠন করছেন।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বাহিনী গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
এ সময় ট্রাম্প বলেন, এই কমান্ড হবে মহাকাশে যুক্তরাষ্ট্রের সম্পদ। এটি মহাকাশে যুক্তরাষ্ট্রের বৃহত্তর স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন