৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। এ ঘটনার পর সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ২০২১ সালে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভারতের নির্বাচন কমিশন সূত্র জানায়, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ধরেই বিধানসভার আসন বিন্যাস হবে। এ বিধানসভায় মোট আসন থাকবে ১১৪টি। তার মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য সংরক্ষিত থাকবে ২৪টি আসন। ফলে কাশ্মীরে ৯০টি বিধানসভা আসনে ভোট হবে।
জম্মু-কাশ্মীরে বিধানসভার আসন পুনর্বিন্যাস সম্পন্ন হওয়ার পর ভোট অনুষ্ঠিত হবে বলে জানায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন