রাশিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র কালিবার কৃষ্ণ সাগর থেকে ছুঁড়েছে। রুশ নৌ-বাহিনীর একটি জাহাজ থেকে ২০০০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ সংক্রান্ত একটি ভিডিও (উপরে) প্রকাশ করেছে। চলমান নৌমহড়ার অংশ হিসেবে এ ক্ষেপণাস্ত্র প্রথম বারের মতো ছোঁড়ার কথা জানানো হয়েছে।
কল্পিত শত্রুর বড় ধরণের জাহাজ লক্ষ্য করে এটি ছোঁড়া হয় এবং ৪০ নটিক্যাল বা ৭৪ কিলোমিটার দূরবর্তী লক্ষে এটি সফল ভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত