ভারতের এক এমপির বিরুদ্ধে গরু চুরির মামলা হয়েছে। ভারতের উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির এমপি আজম খানের বিরুদ্ধে বৃহস্পতিবার আসিফ ও জাকির আলি নামে দুই ব্যক্তি এই মামলা দায়ের করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ২০১৬ সালের ১৫ অক্টোবর পাঁচ সঙ্গী নিয়ে আসিফ ও জাকিরের বাড়িতে ভাঙচুর করেন এমপি আজম খান। সে সময় তিনি তাদের গরু চুরি করেন। সেইসঙ্গে জোরপূর্বক তাদের কাছ থেকে নগদ ২৫ হাজার রুপি নেন।
এফআইআর-এ আজম খানসহ সাবেক সার্কেল অফিসার আলায় হোসেনসহ চার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, তাদের বাড়ির জমিতে একটি স্কুল নির্মাণের জন্য এমপি তাদের বাড়িটি ছেড়ে দিতে বলেছিলেন। তাদের বাড়িটি ঘোষিয়া এতিমখানার কাছে অবস্থিত।
প্রসঙ্গত, আজম খানের বিরুদ্ধে ভূমিদখল, অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি দখল, বই চুরি ও নির্বাচনের সময় বিদ্বেষমূলক বক্তব্য প্রদানসহ প্রায় ৫০ টি মামলা রয়েছে। রামপুরে ভূমি দখলের ২৯টি মামলায় আগাম জামিন আবেদন করেছেন তিনি। এসব মামলার ২৯টিই আলিয়াগঞ্জের কৃষকরা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত