যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে দুর্যোগের কবলে যাত্রীবাহী বিলাসবহুল ক্রুজ। ক্যারিবিয়ান দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছিল নরওয়েগিয়ানের জাহাজটি। মৃত্যুমুখ থেকে ফিরে এসে সেই ভয়ানক অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমকে জানালেন সেই জাহাজে থাকা রোজ পরিবার।
ঘটনার পর এক সপ্তাহ কেটেছে। নিরাপদে বাড়ি ফিরে এসেছেন। কিন্তু সেই ভয়ানক অভিজ্ঞতার কথা কিছুতেই ভুলতে পারছেন না রোজ পরিবার। সেই পরিবারেরই এক সদস্য বললেন, জীবনের সবথেকে কঠিন মুহূর্তের সাক্ষী ছিলেন তিনি সেদিন। উত্থাল পাতাল ঢেউয়ে তাদের সুবিশাল ক্রুজটাও টালমাটাল খাচ্ছিল। ক্রুজের জানলায় পানির ঝাপটা লেগে ভেঙে গিয়েছিল সেই কাঁচ। হুঁ হুঁ করে সমুদ্রের পানি ঢুকে পরে সেখানে।
তিনি আরও বলেন, এক সময় মনে হয়েছিল আর হয়তো বেশিক্ষণ বাঁচবেন না তিনি। মুহূর্তের মধ্যেই সুবিশাল ক্রুজটা পানির নিচে ডুবে যাব বে। কিন্তু এরপর আসতে আসতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। কমে আসে ঝড়ের দাপট৷ কিন্তু তবু যেন সেই রাতের আতঙ্ক তাড়া করে বেরাচ্ছে রোজ পরিবারকে।
এই ঘটনাটি যেন টাইটানিকের সেই দৃশ্যের কথাটাই মনে করিয়ে দিয়েছিল আবার। যদিও এই ঘটনার পর নরওয়েগিয়ান ক্রুজ লাইনের কর্তৃপক্ষের তরফ থেকে এই ধরণের ঘটনার জন্য রোজ পরিবারের কাছে ক্ষমা চেয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত