প্রিন্সেস ডায়নার ২২তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ আগস্ট। এরইমধ্যে তার স্মরণে শ্রদ্ধা জানিয়েছে ব্রিটিশ রাজপরিবারের ভক্তরা। প্যারিসে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তার প্রেমিক দোদি ফায়েদ ও গাড়ি চালক হেনরি পল।
গতকাল শুক্রবার ডায়ানার ভক্তরা তার ছবি কেনসিংটন রাজপ্রাসাদের প্রবেশমুখে লাগিয়ে দেন। এখানেই থাকতেন ডায়না। তার মৃত্যুবার্ষিকী স্মরণে ভক্তরা প্রাসাদের গেটে ডায়ানার ছবির সঙ্গে লাগিয়ে দেন তার দুই সন্তান ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম ও হ্যারির ছবিও। এছাড়া বড় ব্যানারে টাঙিয়ে দেয়া হয় প্রবেশ মুখে যাতে লেখা ছিল 'ডায়ানা, প্রিন্সেস অব ওয়েলস, আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। আপনার ভালো কাজগুলো আপনার সন্তানদের হাত ধরে এগিয়ে যাচ্ছে।'
বেঁচে থাকলে এ বছর নিজের ৫৮তম জন্মদিন পালন করতেন ডায়ানা। তার মৃত্যুর সময় বড় ছেলে উইলিয়ামের বয়স ছিল ১৫ এবং হ্যারির ১২।
সূত্র: হ্যালো সাময়িকী
বিডি প্রতিদিন/ফারজানা