লিবিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে লিবিয়ার বর্তমান সংঘাত পুরোপুরি গৃহযুদ্ধে পরিণত হবে।
প্রতিবেদনটিতে তিনি লিবিয়া সংঘাতের রাজনৈতিক সমাধানের উপায় খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। দেশটিতে শক্তিশালী নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনী এপ্রিলের শুরুর দিকে জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐক্যের সরকারের হাত থেকে রাজধানী ত্রিপোলির দখল নিতে হামলা শুরু করে।
বিডি প্রতিদিন/হিমেল