ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আজ শনিবার ভারতীয় সময় সকাল ১০টায় এ তালিকা প্রকাশ করা হয়। এই এনআরসি প্রকাশকে কেন্দ্র যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গোটা রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
এরই মধ্যে মোতায়েন করা হয়েছে ৬০ হাজার পুলিশ সদস্য। সেই সঙ্গে মোতায়েন করা হয়েছে ২০ হাজার আধাসামরিক বাহিনী (সিআরপিএফ) সদস্য।
উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিশৃঙ্খলা ঠেকাতে রাজ্যের অধিকাংশ স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/কালাম