মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা মহামারিতে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে শুক্রবার দেশটির এক সরকারি নথি থেকে জানা গেছে।
এক বিবৃতিতে আন্তর্জাতিক রেড ক্রস ফেডারেশন জানিয়েছে, ‘কার্যকর চিকিৎসার জন্য জনগণের উচিত নিজেদের ওপর ও স্বাস্থ্যকর্মীদের তদারকির ওপর আস্থাশীল হওয়া। এর জন্য সময়, সম্পদ ও প্রচুর পরিশ্রম লাগবে।’
প্রসঙ্গত, দেশটিতে এ নিয়ে ইবোলার ১০ম মহামারি চলছে। বছরখানেক আগে শুরু হওয়া এ দফার মহামারিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার টপকেছে বলেও কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ