আসামের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) এর চূড়ান্ত তালিকা আজ শনিবার সকালে প্রকাশ করা হয়েছে। তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। তালিকায় নাম আছে কিনা তা দেখার জন্যে ওয়েবসাইট খুঁজছেন অনেকে।
এক সঙ্গে বহু মানুষ ওয়েবসাইটে ঢুকে পড়ার জন্যে ক্র্যাশ করে গিয়েছে এনআরসি’র ওয়েবসাইটটি। যা নিয়ে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে আসামে।
এই এনআরসি প্রকাশকে কেন্দ্র যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গোটা রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
সূত্র: কলকাতা ২৪*৭
বিডি প্রতিদিন/ফারজানা