চীনের জাতীয় দিবসে মঙ্গলবার বেজিংয়ে রেড আর্মির শক্তি প্রদর্শন করে। ঠিক তার পরদিন বেজিংকে চ্যালেঞ্জ জানিয়ে চীন সীমান্তে যুদ্ধ মহড়া দিল ভারতীয় সেনাবাহিনী। বুধবার অরুণাচল প্রদেশে চীন সীমান্তের কাছে প্রত্যন্ত দুর্গম এলাকার ঘাঁটিতে ভারতীয় সেনাও তার শক্তি দেখায়। ভারতীয় সেনা এই মহড়ার নাম গিয়েছে ‘হিম বিজয়’। স্বাভাবিকভাবে ভারতীয় সেনার ‘হিম বিজয়’ মহড়ায় নড়েচড়ে বসেছে চীনের রেড আর্মি।
মঙ্গলবার চীনের জাতীয় দিবস ছিল। ৭০ বছর আগে এই দিনেই চীনে কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে। এদিন বিশ্ববাসীকে নিজেদের ক্ষমতা জাহির করতে বেজিংয়ের রাজপথে সেনা কুজকাওয়াজে নামানো হয়েছিল। এই অনুষ্ঠানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গলা চড়িয়ে বলেছিলেন, চীনকে কেউ থামাতে পারবে না। চীনের সামরিক ক্ষমতা আর বিশ্বকে নিয়মিত চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে।
ভারতীয় সেনাবাহিনীর এই বিশেষ অনুশীলনে ১৭ কর্পসের ৫০০০ সেনা, লাইট আর্টিলরি, এয়ার ডিফেন্স ইউনিট, যুদ্ধ ট্যাঙ্ক এবং সিগন্যাল উপকরণ যোগ দিয়েছিল। সেনাবাহিনীর এই যুদ্ধ মহড়ায় বিমানবাহিনীর সি-১৭, গ্লোবামাস্টার-৩, সি-১৩০ জে সুপার হারকিউলিস এবং এএন-৩১ এয়ারক্র্যাফট যোগ দিয়েছিল। আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ার জন্য সেনা হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছিল। খবর কলকাতা টাইমস এর।
বিডি-প্রতিদিন/শফিক