ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘গডসে গান্ধীকে গুলি করেছিল। কিন্তু বর্তমান গডসে গান্ধীর ভারতকে শেষ করছে। যারা গান্ধীকে মানেন তাদের উদ্দেশ্যে বলছি প্রিয় দেশকে রক্ষা করুন।’ বুধবার রাতে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন। ভারতে কেন্দ্রীয় বিজেপি সরকারের উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেছেন। খবর পার্সটুডের।
ওয়াইসি বলেন, ‘আমরা গান্ধীজির ১৫০তম জন্মবার্ষিকী পালন করছি। কিন্তু বর্তমান সরকার মুখে গান্ধীজির কথা বললেও তাদের মনের মধ্যে রয়েছে নাথুরাম গডসে।’ প্রসঙ্গত, উগ্র হিন্দুত্ববাদী নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিল। ওয়াইসি বলেন, ‘বিজেপি গান্ধীর নামে তাদের দোকান চালাচ্ছে। এই সরকার গান্ধীজির নাম নিয়ে গোটা দেশকে ধোঁকা দিচ্ছে।বর্তমান শাসকরা নাথুরাম গডসেকে তাদের নায়ক হিসাবে প্রশংসা করেন। গডসে তিনটি গুলি মেরে গান্ধীকে হত্যা করেছিল কিন্তু এখানে প্রতিদিন মানুষ নিহত হচ্ছে।’
জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকর করা নিয়ে বিজেপি নেতাদের প্রচারণার সমালোচনা করে ওয়াইসি বলেন, ‘নরেন্দ্র মোদী ও তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তারা ভারতে এনআরসি নিয়ে আসবেন। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে ভারতের একটি সংবিধানও আছে।’ দেশে ক্রমবর্ধমান কৃষক আত্মহত্যার বিষয় উল্লেখ করে ওয়াইসি বলেন, ‘এটা গান্ধীজির অহিংসা বোঝার সময়। গান্ধীজি কৃষকদের প্রতি যত্নবান ছিলেন। কিন্তু কৃষকরা আজ আত্মহত্যা করছেন। এনিয়ে বর্তমান সরকার কী করছে?’
মোহনদাস করমচাঁদ গান্ধীকে ‘ভারতের জাতির জনক’ বলা হয়। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাঁকে ‘ফাদার অব ইন্ডিয়া’ বলে অভিহিত করায় সেসময় ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি ট্রাম্পকে অজ্ঞ ও অশিক্ষিত এমনকি ‘জাহিল’ বলে অভিহিত করেছিলেন। ‘প্রেসিডেন্ট ট্রাম্প মহাত্মা গান্ধী সম্পর্কে জানেন না। গান্ধীজি জাতির জনক উপাধি অর্জন করেছিলেন। মোদি কখনই জাতির জনক হতে পারেন না’ বলেও ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি মন্তব্য করেন।
বিডি-প্রতিদিন/শফিক