ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রীয় পুলিশ সদর দফতরে ছুরি হামলায় চার কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় প্যারিসের কেন্দ্রস্থল নতর-দাম ক্যাথেড্রালের কাছে এ হামলা চালান পুলিশেরই এক কর্মচারী। এ ঘটনার পর থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
হামলার পরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি ক্যাস্তনার ঘটনাস্থলে গেছেন।
হামলাকারী সদর দফতর ভবনে ঢুকে সোজা তার কার্যালয়ে গিয়ে ছুরি নিয়ে সহকর্মীদের ওপর হামলা চালায়, তাকে থামাতে অন্য সহকর্মীরা এগিয়ে গেলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ দফতরের কম্পাউন্ড থেকে রাস্তা পর্যন্ত গড়ায়। এ সময় ওই হামলাকারীর ছুরির আঘাতে সাতজন সহকর্মী মারাত্মকভাবে জখম হন।
অবশেষে অন্য একজন কর্মকর্তা তাকে লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই মারা যান সেই পুলিশ কর্মকর্তা। পরে আহতদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদর দফতর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, পুলিশ সদর দফতরের আশপাশের এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তার কারণে নিকটবর্তী মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।
ফরাসী গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হামলাকারী ব্যক্তির বয়স ৪৫ বছর। তিনি প্যারিস পুলিশ বাহিনীর প্রশাসনিক কর্মচারী হিসেবে ২০ বছর ধরে চাকরি করছেন। পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানায়নি কর্তৃপক্ষ।
দীর্ঘ সময় কাজ, কম মজুরি ,পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দেশটিতে বিভিন্ন সময়ে হামলার ঘটনা বৃদ্ধির প্রতিবাদে একদিন আগেই ধর্মঘট পালন করেছিল পুলিশ বাহিনীর সদস্যরা, ধর্মঘট শুরুর একদিন পরই এমন নিন্দনীয় ঘটনার সাক্ষী হলো দেশটির পুলিশ। এদিকে, এ হামলার ঘটনা বর্তমানে ফ্রান্সের জাতীয় আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ,সর্বত্র চলছে এ বিষয়ে আলোচনা।
বিডি প্রতিদিন/আরাফাত