জাতিসংঘের মানবাধিকার কমিশনের বৈঠকে ইমরান খানের পাশে নাকি দাঁড়িয়েছে ৫৮টি দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই দাবির ভিত্তিতে এই ৫৮টি দেশের মধ্যে কয়েকটির নাম জানতে চান এক পাকিস্তানি সাংবাদিক। এই প্রশ্নের মুখে পড়েই তেলেবেগুনে জ্বলে ওঠেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
পাকিস্তানের টিভি চ্যানেল এক্সপ্রেস নিউজের একটি টক শো-তে উপস্থিত ছিলেন কুরেশি।
সেখানে ইমরান খানের কাশ্মীর ইস্যুতে ৫৮টি দেশকে পাশে পাওয়ার কথা বারবার বলতে থাকেন তিনি। তখন কোন কোন দেশ পাকিস্তানকে সমর্থন করেছে তা জানতে চান সঞ্চালক। প্রশ্ন শুনেই ক্ষেপে ওঠেন কুরেশি। তিনি বলেন, ‘আপনি কার হয়ে কাজ করছেন? পাকিস্তানকে কোন কোন দেশ সমর্থন করছে তা কি আপনি ঠিক করে দেবেন?’
ট্যুইটেও তার কাছে এক ব্যক্তি এই বিষয়ে জানতে চান। তাকে কুরেশি বলেন, ‘আমি এরকম কথা কোথায় লিখেছি আমাকে দেখান। প্রধানমন্ত্রী কী লিখেছেন তা নয়, আমি কোথায় লিখেছি সেটা দেখান।’
কুরেশিকে তার ট্যুইট দেখানোর পরেও তিনি ওই ব্যক্তি কার হয়ে কাজ করছেন, সেই প্রশ্ন করেন।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/কালাম