ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। তবে এরই মধ্যে দেশটির ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে ভারি বৃষ্টিপাত ও বন্যা হয়েছে। এতে, দাবানল কবলিত এলাকার বাসিন্দারা কিছুটা স্বস্তিতে রয়েছেন।
বুধবার, অ্যাভালন এলাকায় মাত্র আধা ঘন্টাতেই ৪৪ মিলিমিটার আর সেন্ট অ্যালবানস এলাকায় সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী সপ্তাহেও নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়াতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ