২৪ জানুয়ারি, ২০২০ ০২:০৬

এবার সিঙ্গাপুরে চীনা ভাইরাস আক্রান্ত শনাক্ত

অনলাইন ডেস্ক

এবার সিঙ্গাপুরে চীনা ভাইরাস আক্রান্ত শনাক্ত

ফাইল ছবি

চীনের রহস্যময় করোনা ভাইরাস কারমশই ভয়ঙ্কর হয়ে উঠছে। এরই মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এবার এই ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করেছে সিঙ্গাপুর। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে।

ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইতোমধ্যে উহান থেকে আসা যাত্রীদের পরীক্ষায় বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। গত সপ্তাহে জাপান ও থাইল্যান্ডে এই ভাইরাস আক্রান্ত দুজনকে শনাক্ত করা হয়।

এ ব্যাপারে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আক্রান্ত ৬৬ বছরের ওই ব্যক্তি চীনা নাগরিক। তিনি উহান শহরের বাসিন্দা। ৯ সঙ্গীর সঙ্গে তিনি গত সোমবার সিঙ্গাপুরে গিয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষায় ৫৩ বছরের এক নারীর দেহেও এই ভাইরাস পাওয়া গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মন্ত্রণালয়।

এদিকে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত  ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ছয় শতাধিক লোক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর