২৮ জানুয়ারি, ২০২০ ১১:২৩

আরও বেপরোয়া করোনা ভাইরাস, ছড়িয়ে পড়েছে ১৬ দেশে

অনলাইন ডেস্ক

আরও বেপরোয়া করোনা ভাইরাস, ছড়িয়ে পড়েছে ১৬ দেশে

খুব দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ১০৬ জনের মৃত্যু হয়েছে। আর চীনের বাইরে আরও অন্তত ১৫টি দেশে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করোনাভাইরাসে এখন পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে এবং ৪৪৭৪ ব্যক্তি আক্রান্ত হয়েছে। এই ভাইরাসের বিস্তার রোধে চীন দেশটিতে ভ্রমণের ওপর আরও কড়াকড়ি আরোপ করেছে।

এই ভাইরাসের উৎপত্তিস্থল উহান ইতোমধ্যে লকডাউন করে দেয়া হয়েছে। লকডাউন করা হয়েছে আশেপাশের আরও বেশ কিছু এলাকা। এদিকে নতুন করে আরও কয়েকটি দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে।

চীন ছাড়াও এখন পর্যন্ত যেসব দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে সেগুলো হল- থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ভিয়েতনাম, কম্বোডিয়া, কানাডা, জার্মানি, আইভরি কোস্ট, নেপাল ও শ্রীলঙ্কা।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর