ইরানের আরও একটি তেলের ট্যাংকার ভেনেজুয়েলার দিকে এগিয়ে যাচ্ছে। গুলসান নামের তেল ট্যাংকার ভেনেজুয়েলার পানিসীমার কাছাকাছি রয়েছে। ধারণা করা হচ্ছে, এই ট্যাংকারে তেল শোধনাগার সংস্কারের যন্ত্রাংশ রয়েছে।
ইরানের এই তেল ট্যাংকার রবিবার অথবা সোমবারের মধ্যেই ভেনেজুয়েলার বন্দরে নোঙর ফেলবে। এর আগে, ইরান পাঁচটি তেল ট্যাংকারে করে ভেনেজুয়েলায় বিপুল পরিমাণ জ্বালানি পাঠিয়েছে।
তেলসমৃদ্ধ ভেনেজুয়েলা মার্কিন নিষেধাজ্ঞার কারণে পরিশোধিত জ্বালানির সংকটে পড়েছে। আর এই সংকটে সহযোগিতা করতেই মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান সেখানে তেল ট্যাংকার পাঠিয়েছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস
বিডি প্রতিদিন/ ওয়াসিফ