১৩ জুলাই, ২০২০ ১৯:৫৬

মাস্ক পরা বাধ্যতামূলক করা নিয়ে ব্রিটেনে বিতর্ক

অনলাইন ডেস্ক

মাস্ক পরা বাধ্যতামূলক করা নিয়ে ব্রিটেনে বিতর্ক

করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানো রোধ করতে ফেইস মাস্ক পরা উচিত কি উচিত নয়, এটা নিয়ে নানা দেশে বিতর্কের শেষ নেই। ব্রিটেনেও চলছে এই বিতর্ক। বিশেষ করে যখন ব্রিটেনে এখন লকডাউন শিথিল করে সবকিছু খুলে দেয়া হচ্ছে। 

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইংল্যান্ডে দোকানের ভেতরে সবার মাস্ক পরা উচিত। তবে এটি পরা বাধ্যতামূলক করার জন্য কিছু করতে হবে কীনা, সেটা নিয়ে সরকার আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে।

ব্রিটেনের বই বিক্রির বড় চেইন স্টোর ওয়াটারস্টোনসের প্রধান বলেছেন, মাস্ক পরা বাধ্যাতামূলক করা হলে সেটি হবে যুক্তিসঙ্গত একটি পদক্ষেপ। তবে কেউ এটা মানছে কীনা সেটা দেখার দায়িত্ব দোকান কর্মচারিদের ওপর বর্তানো উচিত হবে না।

ওয়েলসের সরকার বলেছে, ২৭ জুলাই হতে সেখানে তিন স্তরের মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। সূত্র: বিবিসি বাংলা

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর