বাজার নিয়ন্ত্রণে ও মানুষকে সহায়তা করতে মাত্র ২৫ টাকা কেজি আলু বিক্রি করবে ভারতের কৃষি বিপণন দফতর। তবে শর্ত হল সরকারি এ দামে আলু কিনতে ক্রেতাদের অবশ্যই পরতে হবে মাস্ক। করোনার এ সময়ে মাস্কবিহীন কোনো ক্রেতার কাছে সরকারি দামে আলু বিক্রি করবে না সংস্থাটি।
ইতোমধ্যেই ২৫ টাকা কেজি দরে ভারতের বিভিন্ন এলাকায় আলু বিক্রি শুরু করেছে কৃষি বিপণন দফতর। সেখানে আলু কিনতে লাইনে দাঁড়ালেই মাস্ক পরতে হচ্ছে। শুধু তাই নয়, আলু বিক্রির কাউন্টারের লাইনে শারীরিক দূরত্বও বজায় রাখা হচ্ছে। সংশ্লিষ্ট বাজার সমিতির কর্মীরা এ বিষয়ে নজরদারি করছেন।
এদিকে, খোলা বাজারের চেয়ে কেজিতে অন্তত ১০ টাকা কম দামে আলু পেতে সকাল থেকেই কাউন্টারের সামনে বা মোবাইল ভ্যানের কাছে ভিড় করেছেন সাধারণ মানুষ। ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি মূল্যে আলু বিক্রি করবে তারা।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পূজার মধ্যে তো বটেই, এমনকি নতুন আলু ওঠার আগে পর্যন্ত দাম নিয়ন্ত্রণে রাখতে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে কৃষি বিপণন দফতর।
বিডি প্রতিদিন/হিমেল