নাইজেরিয়ার বাউচি রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় ১৫ শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে ও পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে বলে সিনহুয়া এক প্রতিবেদনে জানায়।
জানা গেছে, যাত্রী পরিবহন করার সময় বুজি নদীতে নৌকাটি উল্টে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যাওয়া অপর তিনজন পুরুষ, তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
উল্লেখ্য, আফ্রিকার জনবহুল এ দেশে নৌদুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। এর আগেও গত ১২ সেপ্টেম্বর ও আগস্ট মাসে পৃথক নৌকাডুবির ঘটনায় যথাক্রমে ১২ জন ও ১০ জনের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক