জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত নিকি হ্যালি সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এতে ট্রাম্প নিজেই ইন্ধন জুগিয়েছেন এমন অভিযোগে সংসদের নিম্নকক্ষে দ্বিতীয়বারের মতো অভিসংশিত হয়েছেন। এবার উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের বিচারপ্রক্রিয়া চলছে।
পলিটিকো সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে নিকি হ্যালি বলেছেন, আমাদের স্বীকার করতে হবে যে ট্রাম্প আমাদের নিচে নামিয়ে দিয়েছেন। তিনি এমন কর্ম করেছেন যা করা তার মোটেও উচিত হয়নি। তাকে অনুসরণ করা, তার কথা শোনা আমাদের উচিত হয়নি। আর এমনটা যাতে দ্বিতীয়বার না ঘটে সে পদক্ষেপ আমাদের নিতে হবে।
ট্রাম্পের সঙ্গে ভালোই সম্পর্ক ছিল হ্যালির। ২০১৮ সালের তিনি ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিলেও ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল তার। এবার তিনিই ট্রাম্পের এমন কঠোর সমালোচনা করেছেন। রিপাবলিকান পার্টিতেও ট্রাম্পের আর ভবিষ্যৎ দেখেন না বলে জানিয়ে দিয়েছেন হ্যালি।
৬ জানুয়ারি সেই তাণ্ডবের পর ট্রাম্পের সঙ্গে আর যোগাযোগ রাখেননি হ্যালি। তাণ্ডব চলাকালে কংগ্রেসে সভাপতিত্ব করছিলেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ট্রাম্প ভক্তরা পেন্সকে হত্যার হুমকি দিয়ে স্লোগানও দিয়েছিল। হ্যালি বলেন, মাইক পেন্স ট্রাম্পের খুবই বিশ্বস্ত ছিলেন, ভালো বন্ধুও ছিলেন তারা। কিন্তু এতটা আনুগত্য ও বন্ধুত্ব থাকা সত্ত্বেও ট্রাম্প পেন্সের সঙ্গে যা করেছেন তাতে আমি খুবই হতাশ। এমন আচরণ ঘৃণাজনক।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা