২৮ ফেব্রুয়ারি, ২০২১ ২২:১৭

সম্ভাব্য ইশতেহারের বিষয়ে আইএইএ-কে হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

সম্ভাব্য ইশতেহারের বিষয়ে আইএইএ-কে হুঁশিয়ারি ইরানের

আলী আকবর সালেহি

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র গভর্নিং বোর্ড যদি ইরানের বিরুদ্ধে কোনও প্রস্তাব পাস করে তাহলে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। 

রবিবার ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের বৈঠকের অবকাশে এ কথা বলেন তিনি।

সালেহি আরও বলেন, ইরান সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত করায় আইএইএ'র গভর্নিং বোর্ড যদি কোনো ইশতেহার অনুমোদন করে তাহলে তেহরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাবে এবং যথাযথ জবাব দেবে।

এ সংক্রান্ত হুঁশিয়ারি চিঠির মাধ্যমে লিখিত ভাবে আইএইএ-কে জানিয়ে দেওয়া হয়েছে বলে সালেহি উল্লেখ করেন।  

জাতীয় সংসদে পাস হওয়া একটি বিলের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি থেকে সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত করেছে ইরান।

গত ডিসেম্বর মাসে ইরানের জাতীয় সংসদ একটি বিল পাস করে যাতে বলা হয়েছিল ২১ ফেব্রুয়ারির মধ্যে যদি ইরানের ওপর থেকে মার্কিন নেতৃত্বাধীন অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় তাহলে ২৩ ফেব্রুয়ারি থেকে পরমাণু স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে ইরান স্বেচ্ছায় যে সম্পূরক প্রটোকল বাস্তবায়ন করে আসছে সরকারকে তা বন্ধ করে দিতে হবে।

সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত হওয়ায় আইএইএ এখন আর পূর্বঘোষণা ছাড়া ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবে না। আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করলেও তা মেনে চলেনি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর