গত দুই মাস ধরে কাউন্সিল অব কমন ইন্টারেস্টস (সিসিআই) এর একটি সভা ডাকতে ব্যর্থ হওয়ায় ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
সোমবার দেশটির গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দুই সদস্যের বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি কাজী ফায়েজ ইসা।
আদমশুমারিকে দেশ পরিচালনার জন্য একটি মৌলিক প্রয়োজনীয়তা উল্লেখ করে বিচারপতি ইসা বলেন, আদমশুমারির ফলাফল প্রকাশ করা কি সরকারের অগ্রাধিকার নয়? তিনটি প্রদেশে (পিটিআই) সরকার থাকা সত্ত্বেও কাউন্সিলে কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
তিনি বলেন, হয় সরকার দেশ চালাতে সক্ষম নয়, নয়তো সিদ্ধান্ত নিতে অক্ষম। তিনি আরো প্রশ্ন করেন, কেন সিসিআই রিপোর্ট গোপন রাখা হয়েছে। ভাল কাজ কি গোপন রাখা হয়?
জিও নিউজ জানিয়েছে, দেশটি এভাবে চলবে কিনা জানতে চাইলে বিচারক জোর দিয়ে বলেন, প্রদেশ এবং কেন্দ্র কী করছে তা জাতির জানা প্রয়োজন।
দুই সদস্যের বেঞ্চ পাঞ্জাব স্থানীয় সরকার অধ্যাদেশ প্রবর্তনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।
তিনি বলেন, পাঞ্জাব সরকার স্থানীয় সংস্থা নির্বাচন করতে চায় না এবং একজন ব্যক্তির অনুরোধে সমগ্র পাঞ্জাব বিধানসভা বাইপাস করা হয়।
এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (এএজি) আদালতকে বলেন, ২৪ মার্চ সিসিআই-এর বৈঠক হবে। এটি একটি স্পর্শকাতর বিষয় এবং সরকার ঐকমত্যের মাধ্যমে সিদ্ধান্ত নিতে চায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন