১২ এপ্রিল, ২০২১ ০৮:৪৮

আইনের পরিবর্তন; পাকিস্তানে সেনাবাহিনীকে 'উপহাস' করলেই শাস্তি

অনলাইন ডেস্ক

আইনের পরিবর্তন; পাকিস্তানে সেনাবাহিনীকে 'উপহাস' করলেই শাস্তি

ফাইল ছবি

পাকিস্তান সরকার দেশটির সশস্ত্র বাহিনীকে অসম্মান ও উপহাসকারীদের শাস্তি দিতে আইনের পরিবর্তন আনছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটি দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর সংশোধনী বিলে অনুমোদন দিয়েছে। খবর পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন'র।

প্রস্তাবিত ওই সংশোধনী আইনে রয়েছে, কেউ দোষী প্রমাণিত হলে তাকে দুই বছরের কারাদণ্ড বা ৫ লাখ রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। পাকিস্তানের বিরোধী দলগুলোর ক্রমাগত সমালোচনার মুখে পড়ায় দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে ওই আইনে সংশোধনী আনার জন্যে প্রস্তাব দেয়া হয়।  

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিরোধী দলগুলো দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে সশস্ত্র বাহিনীর 'নির্বাচিত প্রধানমন্ত্রী' হিসেবে উপহাস করে আসছে। ইমরান খানকেও বেশিরভাগ সময়েই দেশটির সামরিক বাহিনীর পক্ষে কথা বলতে দেখা গেছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর