১ মে, ২০২১ ০৪:৩৭

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০

বিস্ফোরণে আহতদের সংবাদ পাওয়ার জন্য হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন স্বজনরা।

আফগানিস্তানে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে স্কুল শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯০ জন। খবর বিবিসির

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির পূর্ব লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে একটি হাসপাতাল ও আবাসিক বাড়িঘরসহ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে নিহত শিক্ষার্থীরা একটি অতিথিশালায় অবস্থান করছিল, যার খুব কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই অতিথিশালার ছাদ পর্যন্ত ধসে পড়ে এবং অনেকে ধ্বংসাবশেষে আটকে পড়েন।

লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাই বলেন, ‌‘নিহতদের মধ্যে কয়েকজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, যারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেলেন।’

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েছেন অনেকে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে কাজ করছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর