শিরোনাম
১০ মে, ২০২১ ২০:৩৬

নাশিদের ওপর বোমা হামলায় প্রধান সন্দেহভাজন গ্রেফতার

অনলাইন ডেস্ক

নাশিদের ওপর বোমা হামলায় প্রধান সন্দেহভাজন গ্রেফতার

মোহাম্মদ নাশিদ। ফাইল ছবি

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদের (৫৩) ওপর বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আধুহাম আহমেদ রশিদ (২৫) নামক এই যুবককে গ্রেফতার করা হয়। 

এর আগে শনিবার পুলিশ দুইজনকে গ্রেফতার করেছিল। তারা হলেন মুয়াজ আহমেদ (২১) ও তাহমিন আহমেদ (৩২)। এরপরই  রবিবার মালদ্বীপের পুলিশ এক টুইটে প্রধান সন্দেহভাজনকে গ্রেফতারের কথা জানায়।

পুলিশ বলেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাশিদের গাড়ির কাছে মোটরসাইকেলে পেতে রাখা বোমা বিস্ফোরণের আগ মুহূর্তে সিসিটিভি ফুটেজে গলির মধ্যে যাকে অপেক্ষা করতে দেখা গিয়েছিল, গ্রেফতার হওয়া যুবক সেই একই ব্যক্তি। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর