১৭ মে, ২০২১ ০৯:৫৭

ভারতের জন্য বছরে ৮৫ কোটি টিকা তৈরির লক্ষ্য রাশিয়ার

অনলাইন ডেস্ক

ভারতের জন্য বছরে ৮৫ কোটি টিকা তৈরির লক্ষ্য রাশিয়ার

ভারতের হায়দ্রাবাদে ডক্টর রেড্ডিজ ল্যাবের সঙ্গে হাত মিলিয়ে ভারতে ‘স্পুটনিক ভি’ নিয়ে এসেছে রাশিয়া। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারতের জন্য বছরে ৮৫ কোটি টিকা তৈরির লক্ষ্য বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ। আগামী দিনে উৎপাদন বাড়ানো হবে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, 'শিগগিরই স্পুটনিক ভি'র একটি করে টিকা বাজারে পাওয়া যাবে। তৃতীয় টিকা হিসেবে স্পুটনিক ভি আগামী সপ্তাহেই বাজারে আসতে চলেছে।'

উল্লেখ্য, রাশিয়া থেকে ভ্যাকসিন গতকাল রবিবার বিমানে হায়দ্রাবাদে পৌঁছে। এছাড়াও স্পুটনিক ভি'র প্রথম ব্যাচ ভ্যাকসিন গত ১ মে ভারত এসে পৌঁছায়।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর