হাইতির রাজধানী থেকে শিশুসহ ১৭ জনকে অপহরণের অভিযোগ উঠেছে। জানা গেছে, অপহরণকৃত সবাই যুক্তরাষ্ট্রের খ্রিস্টান মিশনারি ও তাদের পরিবারের সদস্য। তবে কে বা কারা এবং কি কারণে তাদের অপহরণ করেছে বলে জানা যায়নি। খবর আল-জাজিরার।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, অপহৃতরা একটি এতিমখানা ছেড়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। এসময় অপহরণকারীরা তাদের বাসে হানা দেয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনিফার ভিও এক ইমেইলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছে হাইতি পুলিশের একজন মুখপাত্রও। তিনি জানিয়েছেন, রাজনৈতিকভাবে কয়েক বছর ধরে বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে হাইতি। সেখানে অপহরণের ঘটনা এখন প্রায় সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। তারা ওই ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন, দ্রুতই বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/শফিক