২০১৭ সালের এপ্রিলে তুরস্কের বামপন্থি সংবাদ সংস্থা এথা-র অনুবাদক হিসেবে কাজ করার সময় জার্মান সাংবাদিক মেশালে টলুকে আটক করা হয়েছিল। তখন তার তার বিরুদ্ধে সংন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়া এবং সন্ত্রাসী প্রোপাগাণ্ডা চালানোর অভিযোগ আনা হয়। অবশেষে গতকাল সোমবার তুরস্কের একটি আদালত এসব অভিযোগ থেকে টলুকে মুক্তি দিয়েছেন।
রায় ঘোষণার পর টুইটারে এক প্রতিক্রিয়ায় টলু লিখেছেন, চার বছর আট মাস ২০ দিন পর উভয় অভিযোগ থেকে মুক্তি পেলাম। আইনের শাসন থাকা কোনো দেশে এমন বিচার প্রয়োজনই হত না। এই রায় আটক ও নিপীড়নের শিকার হওয়ার যন্ত্রণা কমাতে পারে না।
এর আগে, ২০১৭ সালে আটকের পর সাত মাসের বেশি সময় কারাগারে ছিলেন টলু। এর মধ্যে পাঁচ মাস তার সঙ্গে তার দুই বছর বয়সি ছেলেও ছিল। ২০১৮ সালে টলুকে জার্মানি ফেরার অনুমতি দেয়া হয়। তাই বিচার প্রক্রিয়ায় অংশ নেননি টলু। উল্লেখ্য, বর্তমানে টলু জার্মানির সংবাদপত্র শ্যোয়েবিশে সাইটুংয়ে সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। সূত্র : ডয়চে ভেলে।
বিডি-প্রতিদিন/শফিক