ভারতের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)’ বিপিন রাওয়াতকে পদ্মবিভূষণ সম্মাননায় ভূষিত করা হয়েছে। গত বছর তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন বিপিন রাওয়াত। একইসঙ্গে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে গত বছরই প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহকেও।
পদ্মভূষণ সম্মাননা পেয়েছেন করোনার টিকা প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের কৃষ্ণ এল্লা, সুচিত্রা এল্লা, সেরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালা, মাইক্রোসফটের ভারতীয় বংশোদ্ভুত সিইও সত্য নাদেলা এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই।
পদ্মভূষণে ভূষিত করা হচ্ছে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, টাটা গোষ্ঠীর চেয়ারপার্সন থাকা নটরাজন চন্দ্রশেখরণ, আমেরিকা নিবাসী রন্ধন বিশেষজ্ঞ মধুর জাফরি, প্যারা অলিম্পিকে অংশ নেওয়া জ্যাভেলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া, গুজরাতের ধর্মীয় শিক্ষক স্বামী সচ্চিদানন্দ।
সঙ্গীতশিল্পী সোনু নিগম, অলিম্পিকে স্বর্ণ পদকজয়ী নীরজ চোপড়া, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ নাজমা আখতারকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার
বিডি প্রতিদিন/ফারজানা