প্রায় ২০ হাজার বিদেশি নাগরিক রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আবেদন করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
রবিবার দেশটির স্থানীয় গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, ঠিক কোন কোন দেশ থেকে আবেদনগুলি এসেছে তা নির্দিষ্ট করে বলবেন না। তবে ৫২টি দেশের স্বেচ্ছাসেবকরা এ পর্যন্ত ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন বলে জানান তিনি।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন