এবার যুদ্ধবিরোধী বক্তব্য দেওয়ায় এক খ্রিস্টান ধর্মযাজককে গ্রেফতারের অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনে রুশ বাহিনীর যুদ্ধের বিরোধিতা করে বক্তব্য দেওয়ায় রবিবার তাকে গ্রেফতার করা হয় বলে স্থানীয় মানবাধিকার সংগঠনের কর্মীরা অভিযোগ করেছে। আজ সোমবার দিনের শেষ বেলায় তাকে আদালতে হাজির করা হতে পারে বলে ধারণা করছেন তারা।
জানা গেছে, আয়ান বার্ডিন নামের ওই খ্রিস্টান ধর্মযাজক স্থানীয় কারাবানোভো নামে গ্রামে ছোট্ট একটি জনসমাবেশে যুদ্ধবিরোধী বক্তব্য দেওয়ার পরপরই তাকে গ্রেফতার করা হয়।
তিনি তার বক্তব্যে ইউক্রেনে রুশ বাহিনীর ধ্বংসাত্মক অভিযানের বর্ণানা দিয়ে স্থানীয় সচেতন করছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশে অভিযান শুরু করে রুশ বাহিনী। আজ সোমবার অভিযানের দ্বাদশতম দিন। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা।
তবে রাশিয়ার এই অভিযানে ইতোমধ্যে ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশি রাষ্ট্রগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
রাশিয়ার দাবি, ইউক্রেনের এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয়। বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসিমুক্ত করা, দেশটির নিরস্ত্রিকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম