বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ইউক্রেনের চারটি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। আজ সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সামিতে এ অস্ত্রবিরতি কার্যকর করা হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি ইউক্রেন।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছে রাশিয়ার সৈন্যরা। অভিযানের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।