ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মাইকোলাইভে ব্যাপক বোমা বর্ষণ করছে রাশিয়ান বাহিনী। সোমবার সকাল থেকে রুশ বাহিনী সেখানে হামলার তীব্রতা বাড়িয়েছে বলে মাইকোলাইভ সিটির মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, রাশিয়ান সৈন্যরা শহরের আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু হামলা চালাচ্ছে। এ সময় তিনি আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের একটি ব্লকের ভিডিও শেয়ার করেন।
ওই পোস্টে সেনকেভিচ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেন, “শহরে অনেক গোলা পড়ে আছে যেগুলো বিস্ফোরিত হয়নি... কাছে যাবেন না, তুলবেন না এবং নিজে সেগুলো সরানোর চেষ্টা করবেন না।”
ইউক্রেনীয় বাহিনী চার লাখ ৭৬ হাজার অধিবাসীর এই শহরে রুশ বাহিনীকে প্রতিহত করার এবং স্থানীয় বিমানবন্দর পুনরুদ্ধার করার একদিন পরেই নতুন করে ব্যাপক হামলা শুরু করল রাশিয়ান সেনারা।
উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশে অভিযান শুরু করে রুশ বাহিনী। আজ সোমবার অভিযানের দ্বাদশতম দিন। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রাশিয়ার সেনারা।
তবে রাশিয়ার এই অভিযানে ইতোমধ্যে ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশি রাষ্ট্রগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
রাশিয়ার দাবি, ইউক্রেনের এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয়। বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসিমুক্ত করা, দেশটির নিরস্ত্রিকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম