সংকটের আশু সমাধান খুঁজে বের করতে বেলারুশ সীমান্তে তৃতীয় দফা আলোচনায় বসেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধির। স্থানীয় সময় বিকেল ৪টায় এই বৈঠক শুরু হওয়ার আগে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক একটি টুইট করেন। তাতে মস্কোর প্রতি সাধারণ নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানানো হয়।
টুইট বার্তায় মিখাইলো আরও জানিয়েছেন, তৃতীয় দফা আলোচনায় প্রতিনিধিদলে কোনো পরিবর্তন নেই।
আগে দুই দফায় আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা। গেল বৃহস্পতিবার সবশেষ বৈঠক হয়েছে। এতে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার সুযোগ দেওয়া বিষয়ে একমত হয় দুই পক্ষ।
এর আগে, শর্ত মানা সাপেক্ষে যেকোনো সময় ইউক্রেন অভিযান বন্ধ করতে প্রস্তুত আছে রাশিয়া। সোমবার একথা জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ।
পেশকভ বলেন, ইউক্রেনকে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি এবং দোনেৎসক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাছাড়া কোনোভাবেই ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন।
পেশকভ বলেন এই শর্ত মেনে নিলেই ইউক্রেন অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেবে রাশিয়া।
সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল