‘টুইট র্যালি’ নামে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক অডিও লাইভে পিটিআই সমর্থকদের উদ্দেশে বুধবার ভাষণ দিয়েছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। স্বাভাবিকভাবেই এই ভাষণে ইমরানের বিরোধী পক্ষ মুসলিম লিগ-নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের যোগ দেওয়ার কথা নয়।
তবে বিতর্কটা উসকে দিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার কাসিম খান সুরি। তিনি একটি ছবি টুইট করেছেন, স্ক্রিনশট নেওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে মরিয়ম নওয়াজও ইমরান খানের টুইটার অডিও লাইভ শুনছেন। কাসিম মরিয়মের ছবিও লাল কালিতে গোল বৃত্তে চিহ্নিত করে দিয়েছেন। যেখানে মরিয়মের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টই আছে।
অল্প সময়ের মধ্যেই স্ক্রিন শটটি ভাইরাল হয়ে যায়। তবে বিষয়টি মরিয়মের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখান করা হয়েছে। তার প্রেস সেক্রেটারি জিশান মালিক জিও টিভিকে নিশ্চিত করেছেন যে, কাসিম খান সুরির শেয়ার করা ছবিটি ফেইক। তিনি জানিয়েছেন, মরিয়ম ইমরান খানের টুইটার সেশনে যোগ দেননি।
সূত্র: জিও টিভি
বিডি প্রতিদিন/নাজমুল