ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, দক্ষিণ বন্দর নগরী মারিউপোলে হাজার হাজার বেসামরিক নাগরিক আটকা পড়ে আছেন। শহরটিতে রাশিয়ার অভিযানকে ‘সন্ত্রাসী অভিযান’ এর সঙ্গে তুলনা করেছেন তিনি।
সিএনএনের খবরে বলা হয়েছে, মারিউপোলে অবস্থান করা ইউক্রেনের কমান্ডাররা বলেছেন, রুশ বাহিনী মানবিক করিডোর খুলতে চুক্তির প্রতি সম্মান দেখায়নি। যুদ্ধবিরতি বাস্তবায়ন না করে তারা অবিরত বোমাবর্ষণ করে যাচ্ছে।
জেলেনস্কি বলেন, রুশ বাহিনী তাদের দখলকৃত ১২০ কিলোমিটার দিয়ে আমাদের সেনাদের যেতে দেয়নি। আটকে পড়া হাজার হাজার মানুষকে তারা বের হতে দিচ্ছে না।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু এবং রুশ সেনাবাহিনীকে মারিউপোল দখল করায় অভিনন্দন জানান। তবে পুতিন আজভস্তাল স্পাত কারখানা ধ্বংস না করার নির্দেশ দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল