বিজয় দিবসের ভাষণেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ দরকারি ও সময়মতো সঠিক পদক্ষেপ ছিল।
পুতিনের দাবি, এটা একটা স্বাধীন সার্বভৌম ও শক্তিশালী দেশের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল।
এসময় সেনাদের উদ্দেশে পুতিন বলেন, ‘আপনারা মাতৃভূমির জন্য লড়ছেন, এর ভবিষ্যতের জন্য লড়ছেন।’ নিহত সেনাদের জন্য পুতিন বলেন, ‘প্রত্যেক সেনা ও সেনা কর্মকর্তার মৃত্যু আমাদের জন্য কষ্টের। তাদের পরিবারকে ভালো রাখতে সবকিছু করবে রাষ্ট্র।’
ন্যাটো রাশিয়ার জন্য হুমকি বলেও উল্লেখ করেছেন পুতিন। তিনি বলেন, অনেক বছর ধরেই ন্যাটো ও অন্যান্য ইউরোপীয় দেশের মধ্যে সংঘাত বিরাজমান।
তবে পুতিন ইউক্রেন ইস্যুতে তেমন কোন বড় ঘোষণা দেননি। যদিও পশ্চিমারা কয়েকদিন ধরেই বলে আসছিল, বিজয় দিবসে ইউক্রেন নিয়ে বড় ঘোষণা দিতে পারেন পুতিন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল