রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বক্তব্য দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তার ভিডিও বার্তা প্রকাশ করেছেন।
জেলেনস্কি বলেছেন, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য লড়াই করছি। এ কারণে এ যুদ্ধে আমরা জয়ী হবো।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের পূর্বপুরুষরা যে অবদান রেখেছে, তা আমরা কখনো ভুলব না। ওই যুদ্ধে ইউক্রেনের ৮০ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছিল উল্লেখ করে জেলেনস্কি বলেন, খুব শিগগিরই ইউক্রেনের দুইটি বিজয় দিবস হবে, আর অন্যদের কোনো বিজয় দিবস থাকবে না। এ সময় জেলেনস্কি বলেন, তখনো আমরা জিতেছিলাম, এখনো জিতব। নাৎসিবাদের বিরুদ্ধে শুভ বিজয়।
এদিকে বিজয় দিবসের বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি নির্দেশ দেওয়া ইউক্রেনে বিশেষ অভিযানের ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন। পুতিনের দাবি, এটা একটা স্বাধীন সার্বভৌম ও শক্তিশালী দেশের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল