ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সোমবার দেশটির কোটি কোটি মানুষ ভোট দিচ্ছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ভোট শুরুর পর সকালে দেশটির মিন্দানাও দ্বীপের বুলুয়ান সিটি করপোরেশনের একটি ভোটকেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে তিন নিরাপত্তারক্ষী নিহত হন।
মাগুইন্দানাও প্রাদেশিক পুলিশের মুখপাত্র মেজর রোদান কুনতঙ্গ বলেন, হামলায় আহত হয়েছেন আরও চারজন।
এবারের নির্বাচনে বিভিন্ন জরিপ সংস্থা জয়ের ক্ষেত্রে ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে এগিয়ে রেখেছেন।
এএফপির প্রতিবেদনে বলা হচ্ছে, ফিলিপাইনে নির্বাচনের সময় পরিস্থিতি খুব নাজুক হয়ে ওঠে। এর কারণ, দেশটির সহিংস রাজনৈতিক সংস্কৃতি ও দুর্বল বন্দুক নিয়ন্ত্রণ আইন। কিন্তু পুলিশ দাবি করছে, বিগত সময়ের চেয়ে এবার নির্বাচনের সময়কার পরিস্থিতি তুলনামূলক শান্ত।
বিডিপ্রতিদিন/কবিরুল