২২ মে, ২০২২ ১৯:৫৮

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

অনলাইন ডেস্ক

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

প্রতীকী ছবি

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দ্বীপরাষ্ট্র জাপান। স্থানীয় সময় রবিবার বেলা ১২টা ২৪ মিনিটে রিখটার স্কেলে ৬ দশমিক ০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর জাপান টাইমসের

জানা গেছে, জাপানের পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ফুকুশিমা এবং অন্যান্য এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। তবে এ ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, এর আগে গত মার্চে উত্তরাঞ্চলীয় ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের কারণে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় প্রায় ২০ লাখ বাড়ি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর