সরকার পতনের দাবিতে রাজধানী ইসলামাবাদে দলবল নিয়ে ছুটছেন ইমরান খান। আগাম নির্বাচনের দাবিতে ডাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এই লংমার্চ রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন শাহবাজ শরীফের সরকার।
এরই মধ্যে খবর ছড়িয়েছিল লংমার্চের বিষয়ে শাহবাজের সরকারের সাথে সমঝোতায় পৌঁছেছেন ইমরান খান।
তবে এই খবরকে গুজব ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পিটিআই চেয়ারম্যান। টুইটে ইমরান বলেছেন, ‘আমরা ইসলামাবাদের দিকে যাচ্ছি, সরকারের সাথে আমাদের সমঝোতা হওয়ার কোন সুযোগ নেই।’
তিনি আরও লিখেছেন, ‘সরকার অ্যাসেম্বলি ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার আগ পর্যন্ত আমরা ইসলামাবাদে অবস্থান করবো।’
সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল