ইন্দোনেশিয়ার বালিতে চলমান জি-২০ সম্মেলন থেকে সকালের সেশনে রাগ করে উঠে চলে যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এরপর বিকালের সেশনগুলোতে তিনি আর উপস্থিত হননি।
ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এই তথ্য জানিয়েছেন। এই আচরণকে ‘খুব সম্মানজনক আচরণ’ নয় বলেও মন্তব্য করেন ইউরোপীয় ইউনিয়নের এই নেতা।
এর আগে শুক্রবার সকালে সম্মেলনে অংশ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমাদের সমালোচনা করে বলেন, বিশ্বে খাদ্য সংকটের জন্য রাশিয়া দায়ী নয়। পশ্চিমারা তাদের অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন তিনি।
খবরে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্মেলনে মেক্সিকো ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর মাঝখানে বসেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বক্তব্য দেওয়ার সময় লাভরভ উঠে চলে যান।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল