ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বরিস জনসন। তাই বরিসের ফাঁকা আসনে বসতে এরইমধ্যে প্রধানমন্ত্রী হওয়া দৌড়ে নেমেছেন সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ও কনজারভেটিভ নেতা ঋষি সুনাক।
ঋষি এরমধ্যে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে বসার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
বরিসের নেতৃত্বে অনাস্থা, পদ থেকে সরে দাঁড়ালেন ঋষি সুনাক ও সাজিদ জাভিদ। আর তাদের পদত্যাগের মধ্য দিয়েই বরিস সাম্রাজ্যে পতনের শুরু। যদিও বরিস টরি পার্টির পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদেই থাকতে চাইছেন।
আগামী সপ্তাহেই কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা নির্বাচনের কাজ শুরু হবে, সেই সাথে সেপ্টেম্বর নাগাদ প্রধানমন্ত্রীর পদের জন্য নতুন কাউকে নির্বাচন করা হবে।
এই দৌড়ে অনেকটা এগিয়ে আছেন ঋষি। করোনার সময় অর্থনৈতিক ধাক্কা সামলে তিনি অনেক ব্রিটিশের মনে জায়গা করে নিয়েছেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল