জাপানের দীর্ঘসময়ের প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল শুক্রবার নারা শহরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার শেষকৃত্য হতে পারে ১২ জুলাই। তার মরদেহ টোকিওতে আনা হয়েছে। এই শহরেই পরিবারের সঙ্গে থাকতেন আবে।
৬৭ বছর বয়সী আবেকে হত্যাকারী ব্যক্তি সাবেক সামরিক সদস্য বলে জানা গেছে। দুটি গুলি লেগেছিল আবের শরীরে। হাসপাতালে নেওয়ার পর আবের শরীরে জীবনের কোনো চিহ্ন ছিল না বলে জানিয়েছে নারা শহরের জরুরি সেবাদানকারী বিভাগ। গুলিবিদ্ধ হওয়ার ৫ ঘণ্টা পর আবেকে মৃত ঘোষণা করা হয়।
জাপানে প্রতিরক্ষা খাত শক্তিশালীকরণ ও অর্থনীতি পুনর্গঠন করেছিলেন আবে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হতো আবের নাম। তার মৃত্যুতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২০২০ সালে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান আবে। কিন্তু দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন তিনি। নিজ দলের হয়ে রাজনীতিতেও সক্রিয় ছিলেন আবে।
বিডি প্রতিদিন/ফারজানা