বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবন দখলে নিয়েছে। সুইমিংপুলে গোসল করছেন বিক্ষোভকারীদের কেউ কেউ, অনলাইন মাধ্যমে সেই ছবি এখন ভাইরাল। জানা গেছে সেনাবাহিনীর কিছু সদস্যও শ্রীলঙ্কার সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। প্রেসিডেন্ট গোতাবায়ার দলের ১৬ জন এমপিও তাকে পদত্যাগ করতে বলেছেন। পরিস্থিতি সামাল দিতে সর্বদলীর বৈঠক ডেকেছেন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। এএফপিসহ বেশ কয়েকটি বিশ্ব গণমাধ্যম জানিয়েছে, আগেই পালিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। যদিও দেশটির সরকার বা দায়িত্বশীল কোন পক্ষের কাছ থেকে এখনও এ বিষয়ে কোন মন্তব্য করেনি।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে কোথায় আছেন? উঠছে সেই প্রশ্ন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিরাপদ আশ্রয়ে সরে গেছেন গোতাবায়া। তবে তিনি কোথায় আছেন, এ বিষয়ে নিশ্চিত কোন তথ্য দিতে পারেনি বিবিসি।
বিপরীতে ফরাসি সংবাদমাধ্যম লঙ্কান প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানিয়েছে, প্রেসিডেন্টকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাকে এখনও নিরাপত্তা দিচ্ছে সামরিক বাহিনীর একটি অংশ। যদিও গোতাবায়ার অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কোন তথ্য দিতে পারেনি এফএফপিও।
বিশ্বগণমাধ্যমের খবর বলছে, শনিবার সকালের পুলিশ ও সেনাবাহিনীর বাধা টপকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীদের একটি দল। তারপর থেকে তারা সেখানেই অবস্থান করছে।
গত কয়েক মাস ধরেই চরম অর্থনৈতিক সঙ্কটে থাকা শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে।আন্দোলনকারীরা প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের দাবি জানালেও বেঁকে বসেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তিনি সাফ জানিয়েছিলেন, অন্য অনেক শর্ত মানলেও তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদি/নাজমুল