গত সাত দশকের ইতিহাসে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এতে দেশটির সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে মাঠে নেমে এসেছে। ক্ষমতাসীনদের ক্ষমতা থেকে হঠাতে কয়েকমাসের বিক্ষোভের চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছে আজ শনিবার। এদিন কয়েক লাখ বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্টকে পদত্যাগে বাধ্য করতে সড়কে নেমে আসেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবন দখলে নেয়। সুইমিংপুলে গোসল করছেন বিক্ষোভকারীদের কেউ কেউ, অনলাইন মাধ্যমে সেই ছবি এখন ভাইরাল। জানা গেছে, সেনাবাহিনীর কিছু সদস্যও শ্রীলঙ্কার সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। প্রেসিডেন্ট গোতাবায়ার দলের ১৬ জন এমপিও তাকে পদত্যাগ করতে বলেছেন। পরিস্থিতি সামাল দিতে সর্বদলীর বৈঠক ডেকেছেন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এবং তাৎক্ষণিক সমাধানের জন্য দলীয় নেতাদের একটি জরুরি বৈঠকের জন্য ডেকেছেন রনিল বিক্রমাসিংহে।
ডেইলি মিররের খবরে বলা হয়েছে, কলম্বো ফোর্টের চাথাম সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ করেছে। তাদের মুখে এ সময় শুধু গোতাবায়ার পদত্যাগের শ্লোগান ছিল। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এছাড়া বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে গুলি চালায়। তবুও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের প্রাসাদের ঢুকে যায়।
বিডি প্রতিদিন/আবু জাফর