শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে আগামী বুধবার ( ১৩ জুলাই) পদত্যাগ করবেন। দেশটির সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
এর আগে শনিবার বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে গোতাবায়ার বাসভবনে হামলা চালান। কিন্তু গোতাবায়াকে সেনা সদর দপ্তরে সরিয়ে নেওয়া হয়। তবে গোতাবায়া এখন ঠিক কোথায় অবস্থান করছেন তা জানা যাচ্ছে না।
গোতাবায়ার বাসভবনে হামলার পর বিভিন্ন দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এই বৈঠকের পর তিনিও পদত্যাগ করার কথা জানান।
শ্রীলঙ্কায় রিজার্ভ সংকট দেখা দেওয়ার পর থেকে দেশটিতে জ্বালানি–সংকট দেখা দিয়েছে। এ ছাড়া আমদানিনির্ভর ওষুধসহ বিভিন্ন পণ্যের সংকট দেখা দেয়। এরপর থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। এরপর রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। কিন্তু বিক্ষোভকারীরা সরকারব্যবস্থায় পরিবর্তন চাইছেন। সেই সঙ্গে তারা এটাও চাইছেন, রাজাপাকসের পরিবারকে রাজনীতি থেকে বিদায় নেবে।
কিন্তু বিক্ষোভকারীদের দাবি মেনে নেননি গোতাবায়া রাজাপাকসে। ফলে বিক্ষোভ আরও জোরাল হয়। এরপর বিক্ষোভ দমনে গতকাল শুক্রবার কলম্বোয় কারফিউ জারি করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল