ভারত, জার্মানিসহ পাঁচটি দেশে অবস্থান করা নিজ দেশের রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাকি দেশগুলো হলো চেক প্রজাতন্ত্র, নরওয়ে এবং হাঙ্গেরি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার রাষ্ট্রীয় এক আদেশে জেলেনস্কি এসব রাষ্ট্রদূতকে বরখাস্ত করেন। তবে বরখাস্তের কারণ উল্লেখ করেননি। তাছাড়া এসব রাষ্ট্রদূতদের অন্য কোথাও বসানো হবে কিনা সেটাও বলা হয়নি।
রাশিয়ার আক্রমণ মোকাবিলা করতে জেলেনস্কি নিজ দেশের কূটনীতিকদের আন্তর্জাতিক সমর্থন, অস্ত্র সহায়তা ও রাশিয়াকে বিচ্ছিন্ন করতে কাজ করার আহ্বান জানিয়েছেন।
জার্মানি রাশিয়ার জ্বালানি ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফেব্রুয়ারি মাসে রুশ সেনারা আক্রমণ শুরু করার পর জার্মানির সঙ্গে ইউক্রেনের সম্পর্ক সংবেদনশীল হয়ে দাঁড়িয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল